বাংলাদেশ ও ফেইথ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ওয়েবিনার

প্রকাশ: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১, ৫:২৭ পিএম আপডেট: ১১.০১.২০২১ ৫:৩১ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ও ফেইথ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ওয়েবিনারগত ৯ জানুয়ারী ২০২১ তারিখে ম্যাকউইডন এডুকেশন (McWeadon.com), বাংলাদেশ ও ফেইথ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শিক্ষাজগতের বৈশ্বিক নেতাগন অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নিয়ে ওয়েবিনারের মুলবক্তা যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ক্রিস ডিডি বাংলাদেশের সংগে কাজ করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং বলেন যে তার চারদশকের দূর শিক্ষনের রিসোর্স ও  অভিজ্ঞতা বাংলাদেশের উচ্চ শিক্ষায় কাজে লাগাতে চান। “বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস ও টেকনলজি”র ভিসি অধ্যাপক মোহম্মদ ফাইয়াজ খান অনলাইন লার্নিং এর বিভিন্ন সুবিধা-অসুবিধার কথার উল্লেখ করে কোবিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশের সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির প্রস্তুতির বিষয়ে মিশ্র-প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস রিও গ্রান্দে ভ্যালি’র অধ্যাপক ড: জোসেফ করবে আলোচনায় অংশগ্রহন করে বলেন যে দূরশিক্ষনের জন্যও যথাযথভাবে ফ্যাকাল্টি প্রস্তুত করার প্রয়োজন আছে এবং তা সময় সাপেক্ষ ব্যাপার। এই প্রসংগে ভবিষ্যতে বাংলদেশের বিশ্ববিদ্যালয় সমুহের সংগে তার কাজকরার আগ্রহের কথা জানান। 


বৈশ্বিক মহামারীর থাবায় বিপর্যস্থ শিক্ষাব্যবস্থায় ই-লার্নিং এর গুরুত্ব আলোচনায় অংশ নিয়ে Reggie Smith, CEO, United States Distance Learning Association বলেন তিনি ভবিষ্যতে বাংলাদেশে ম্যাকউইডন এডুকেশনের সংগে তার এসোসিয়নের শাখা বিস্তার করে বাংলাদেশে অভিজ্ঞতা বিনিময় করতে চান। ম্যাকউইডন এডুকেশনের প্রেসিডেন্ট ও আধুনিক ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত ড: বদরুল হুদা খান ওয়েবনারটি সঞ্চলনা করেন। তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে উচ্চ শিক্ষায় ই-লার্নিং ও ব্লেন্ডেড লার্নিং এর প্রায়োগিক দিকগুলি গভীরভাবে অনুধাবন এবং সকল স্টেকহোল্ডারদের (প্রতিষ্ঠান, ছাত্র, শিক্ষক, কমিউনিটি) প্রতি মনোযোগ দেযার পরামর্শ দেন। ভবিষ্যতে শিক্ষায় টেকনোলজি ব্যবহারের সার্বিক ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য তাগিদ দেন এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সকলের প্রতি বাংলাদেশকে সহযোগীতা করার আহবান জানান। ডা. আফতাব উদ্দিন, ভাইস-প্রেসিডেন্ট এবং সিইও, ম্যাকউইডন এডুকেশন, বাংলাদেশ ওয়েবেনারটি পরিচালনায় সভাপতিত্ব করেন।

https://www.swadeshpratidin.com/details.php?id=60387&fbclid=IwAR0Qi0eAK7pYAdR6RkTOPEhCVORSErXFj4hMb9249lH6XtspWLBUjr9lteg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Skip to content