আরও দৃষ্টি দিতে হবে অটিজমে আক্রান্ত শিশুদের দিকে

আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু

 যুগান্তর রিপোর্ট ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ

বর্তমানে বাংলাদেশে প্রতি ১০ হাজার শিশুর মধ্যে গড়ে ১৭ জন অটিজমে আক্রান্ত। এ সমস্যা মোকাবেলা দেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের প্রয়োজন বিষয়টির প্রতি আরও দৃষ্টি দেয়া এবং এটি মোকাবেলায় একটি সামগ্রিক কর্মপরিকল্পনা গ্রহণ করা।

যাতে অটিজমে আক্রান্ত শিশুদের সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত করা যায়। অটিজম ব্যবস্থাপনায় দক্ষ পেশাজীবী গড়ে তুলতে মঙ্গলবার মহাখালীর আইসিডিডিআর-বিতে পাঁচ দিনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

প্রথম দিনে বক্তারা উল্লিখিত কথা বলেন। বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশে এই প্রথম।

যুক্তরাষ্ট্রের আডেলফি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ফেইথ বাংলাদেশ ‘ট্রেডিশনাল থেরাপিস অ্যান্ড আর্ট মোডালিটিজ’ শীর্ষক এই কোর্সের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

আইসিডিডিআর-বির নির্বাহী পরিচালক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Skip to content