প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৮; সমকাল প্রতিবেদক
দেশে প্রতি ১০ হাজার শিশুর মধ্যে গড়ে ১৭ জন অটিজমে আক্রান্ত। অদূর ভবিষ্যতে এটা বাংলাদেশের জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এ সমস্যা মোকাবেলা দেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে কোনো রকম বৈকল্য দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। অভিভাবকদের অনেক বেশি দৃষ্টি দিতে হবে অটিজম আক্রান্ত শিশুর প্রতি।
গতকাল রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবির সাসাকাওয়া ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ট্রাডিশনাল থেরাপিস অ্যান্ড আর্ট মোডালিটিজ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে বাংলাদেশে এই প্রথম অটিজমের ওপর আন্তর্জাতিক মানের সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত হচ্ছে। অটিজম ব্যবস্থাপনায় দক্ষ পেশাজীবী গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের আডেলফি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ফেইথ বাংলাদেশ এ কোর্সের আয়োজন করে।
আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন। কোর্সে অংশ নেওয়া বিশেষজ্ঞরা হলেন যুক্তরাষ্টের স্টিফেন মার্ক সোর, জোয়ানে লারা, জেন ফেরিস রিচার্ডসন ও ক্যারেন শেফার হাওয়ার্ড, যুক্তরাজ্যের আলি গোল্ডিং এবং ভারতের মানিশ সামনানি।