নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০
জনস্বাস্থ্য খাতে অবদান রাখায় মার্কিন বংশোদ্ভূত ভ্যালেরি এ টেলর ও বাংলাদেশের অধ্যাপক ড. হোসনে আরাকে বিশেষ সম্মাননা দিয়েছে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ। তৃতীয় পাবলিক হেলথ ফাউন্ডেশন দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে গতকাল তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। ভ্যালেরি ‘সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড’-এর (সিআরপি) প্রতিষ্ঠাতা। হোসনে আরা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক। ভ্যালেরি ১৯৬৯ সাল থেকে বাংলাদেশে স্বাস্থ্যসেবায় কাজ করছেন। সাভার ও মিরপুরে তাঁর প্রতিষ্ঠিত সিআরপি পক্ষাঘাত চিকিৎসায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
অধ্যাপক হোসনে আরা স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্য খাতে বিশেষ অবদান রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আছে টিএমএসএস মেডিক্যাল কলেজ, টিএমএসএস নার্সিং কলেজ ও টিএমএসএস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট।