স্বাস্থ্যবিষয়ক বৈজ্ঞানিক সম্মেলনে গবেষণার তথ্য; ইত্তেফাক রিপোর্ট ০৭ ডিসেম্বর, ২০১৫ ইং ১৯:২০ মিঃ
চিকিত্সা সেবা নিতে গিয়ে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৬৪ লাখ মানুষ দরিদ্র হয়ে পড়ছে। বাংলাদেশে যথেষ্ট সংখ্যক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিত্সক ও অন্যান্য কর্মী থাকলেও নাগরিকরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছে না। একই সঙ্গে বহুমানুষ ক্যান্সার ও কিডনি বিকল হওয়ার মতো রোগের চিকিত্সা-ব্যয় মেটাতে পারছে না। সোমবার ঢাকার আইসিডিডিআরবিতে শুরু হওয়া স্বাস্থ্যবিষয়ক এক বৈজ্ঞানিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিষয়ক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তৃতীয় পাবলিক হেলথ ফাউন্ডেশন দিবস উপলক্ষে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ ও ফেইথ বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এম মুজাহেরুল হক বলেন, বাংলাদেশে যথেষ্ট সংখ্যক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিত্সক ও অন্যান্য কর্মী থাকলেও নাগরিকরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
মূল নিবন্ধ উপস্থাপনকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে বর্তমানে যতটুকু স্বাস্থ্যসেবা সুবিধা রয়েছে, সেটুক কাজে লাগিয়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।