ব্রেইন ফাউন্ডেশন ও ফেইথ বাংলাদেশ এর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৮ 

দিনাজপুর জেলা সদরের ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের অন্তর্গত চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফেইথ বাংলাদেশ ও ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা, ঔষধ বিতরণ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই মানবিক কর্মসূচিতে সহযোগিতা প্রদান করেন এম. খান ফাউন্ডেশন, উইমেন্স ইম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন, ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা, ইনার হুইল ক্লাব অব বেইলি গার্ডেন, ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, অপসোনিন ফার্মা, রেনেটা পিএলসি, অরবিস ইন্টারন্যাশনাল, গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল (দিনাজপুর), ফেইথ বাংলাদেশ ডেন্টাল ইউনিট, ফেইথ বাংলাদেশ ইনস্টিটিউট অব এলাইড হেলথ প্রফেশনালস এবং ব্রাইটার লাইফ স্কুল।

উক্ত অনুষ্ঠানে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ সাদেক আলী, ব্রেইন ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান,  ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকার সভাপতি মিজ নীলুফার আহমেদ করিম, গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল (দিনাজপুর) এর চীফ কনসালটেন্ট ডাঃ ইলিয়াস আলী খান এডিন, ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর এর কোষাধ্যক্ষ মোঃ মনোয়ারুল হক মার্শাল, চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ এর ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এবং চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, বাংলাদেশ ক্যান্সার রিসার্স সেন্টার দিনাজপুর শাখার সভাপতি ডাঃ মোঃ হাফিজুল ইসলাম, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার এর সাধারন সম্পাদক মিজ ফাহমিদা সুলতানা, দিনাজপুর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মঞ্জুর রহিম, চর্ম রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শাহ মোঃ ইসমাইল হোসেন, বার্ন প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ শরমিন আক্তার সুমি, সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ক্যান্সার বিভাগের ডাঃ মহিবুর রহমান নিরব ও অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডাঃ সাজ্জাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন কবি ও গবেষক চাষা হাবিব, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে দিনাজপুর ব্রেইন ফাউন্ডেশনের  সভাপতি ডাঃ মোঃ সারোয়ার মুর্শেদ আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জামিরুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ রইছ উদ্দিন আহমেদ।

কর্মসূচিতে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগ, শিশু স্বাস্থ্য, নারী স্বাস্থ্য, নাক, কান, গলা রোগ, চর্ম রোগ, মেডিসিন, সার্জারী এবং চক্ষু সমস্যার চিকিৎসা প্রদান করেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যেসকল সমস্যার সম্মুখীন হয়, তার প্রাথমিক মূল্যায়ন ও পরামর্শ প্রদান করেন ফেইথ বাংলাদেশের থেরাপিউটিক হেড ও স্পিচ এন্ড লেঙ্গুয়েজ থেরাপিস্ট নাবাগাতা দাস, অকুপেশনাল থেরাপিস্ট মোঃ শামীম রহমান, স্পিচ এন্ড লেঙ্গুয়েজ থেরাপিও ইশরাক মুজনেবিন পৃথীল, পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় ঔষধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই আয়োজনে প্রায় ১হাজার ৫শত দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা, ঔষধ ও শীতবস্ত্রের সুবিধা লাভ করেন।

বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর ও ফেইথ বাংলাদেশ নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষকবৃন্দ, বিএনসিসি, গার্লস স্কাউট, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছা -সেবকবৃন্দ।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

https://thedailydeshbarta.com/news/7686#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *