দিনাজপুরে বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র পেলেন ১৫০০ জন

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪০ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে মানবিক কর্মসূচি পালন করা হয়েছে। সদর উপজেলার চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফেইথ বাংলাদেশ ও ব্রেইন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে প্রায় ১ হাজার ৫০০ দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করেন। সাধারণ রোগ, শিশু ও নারী স্বাস্থ্য, নাক-কান-গলা, চর্ম, মেডিসিন, সার্জারি ও চক্ষু সমস্যার চিকিৎসা দেন দিনাজপুর মেডিকেল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রাথমিক মূল্যায়ন ও পরামর্শ প্রদান করেন ফেইথ বাংলাদেশের থেরাপিউটিক ও স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট দল। পাশাপাশি দুঃস্থদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. জেদান আল মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ব্রেইন ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মিজ নীলুফার আহমেদ করিমসহ বিভিন্ন সামাজিক ও চিকিৎসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের সভাপতি ডা. মো. সারোয়ার মুর্শেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন ডা. রইছ উদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, বিজয় দিবসে এ ধরনের মানবিক উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, ব্রেইন ফাউন্ডেশন ও ফেইথ বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ, বিএনসিসি, গার্লস স্কাউট, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

https://bangla.daily-sun.com/bangladesh/31217

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *