বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের প্রথম ডেন্টাল ইউনিট চালু

সিনিয়র করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫ ১৯:১৭

রাজধানী ঢাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষভাবে তৈরি দেশের প্রথম বিশেষায়িত ডেন্টাল ইউনিট যাত্রা শুরু করেছে।  

সোমবার (২৪ নভেম্বর) ফেইথ বাংলাদেশের লালমাটিয়া ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ইউনিটের উদ্বোধন করা হয়।  

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন ডেন্টাল ইউনিটটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নিরাপদ, শিশু-সংবেদনশীল ও বিশেষায়িত দন্তচিকিৎসা প্রদান করছে। এটিকে নিয়মিত ও উন্নত দন্তচিকিৎসা প্রদানের উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এখানে প্রয়োজনে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করে চিকিৎসা প্রদান করা হয়, যা প্রচলিত ডেন্টাল ক্লিনিকগুলোতে সাধারণত থাকে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও জনতা ব্যাংকের পরিচালক ড. মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নীলুফার আহমেদ করিম ও বোর্ড সদস্য ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, ফেইথ বাংলাদেশ ইনস্টিটিউটের উপদেষ্টা ও সাবেক সচিব শাহজাহান আলী মোল্লা, ডেন্টাল সার্জন ডা. রেজাউল আহসান।

ডেন্টাল ইউনিটের উদ্বোধন উপলক্ষে শিশুদের জন্য একটি প্রতিরোধমূলক ডেন্টাল কেয়ার সেমিনার এবং ডেন্টাল স্ক্রিনিং প্রোগ্রামও আয়োজন করা হয়।

শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা প্রায়শই সমাজ এবং এমনকি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও দুর্ব্যবহার এবং নিষ্ঠুরতার সম্মুখীন হয়। আমাদের সবার উচিত এ শিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা এবং তাদের জাতীয় সম্পদে পরিণত করার প্রচেষ্টা চালানো।

দেশে ১৬-১৮ লাখ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সবার জন্য বিশেষায়িত দন্ত চিকিৎসা নিশ্চিত করা উচিত এবং ধনী ব্যক্তিদের এ লক্ষ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।

জহিরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

নীলুফার আহমেদ করিম বলেন, সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা প্রদানে তাদের প্রতিষ্ঠানের যে প্রতিশ্রুতি, তারই প্রতিফল এই ডেন্টাল ইউনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসা কেবল চিকিৎসা নয়, এটি এক আবেগের যাত্রা। একটি পরিবারের দুশ্চিন্তা, একটি শিশুর অস্বস্তি এবং নিরাপত্তা ও ভালোবাসার সেই অদৃশ্য চাহিদা, সবকিছু মিলেই এটি এক গভীর মানবিক দায়িত্ব।

তিনি আরও বলেন, এই ইউনিটটি ভালোবাসা, মানবিকতা ও দায়িত্ববোধের প্রতীক।আজকের প্রতিশ্রুতি হলো আমাদের শিশুদের ব্যথা আর উপেক্ষিত হবে না। তাদের চিকিৎসা হবে নিরাপদ, স্বচ্ছন্দ ও সহমর্মিতা পূর্ণ পরিবেশে।

ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সমাজের কাছ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহানুভূতি নয়, সমানুভূতি প্রাপ্য যাতে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

ডেন্টাল ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে ফেইথ বাংলাদেশ ঘোষণা দেন যে তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও দুটি বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালু করতে যাচ্ছে। সেবা দুটি হলো নিবেদিত চক্ষু সেবা এবং অ্যাজমা সেন্টার।

আরকেআর/আরআইএস

https://banglanews24.com/health/news/bd/1624087.details

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *