বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা

দেশবার্তা প্রতিবেদক

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১৮:২২  (ভিজিটর : )

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে নিবেদিত ব্রাইটার লাইফ স্কুল-এর বিশেষ শিক্ষকদের সম্মাননা জানাতে এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে সহ-আয়োজক ছিল ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা এবং ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা।

ব্রাইটার লাইফ স্কুল, যা ফেইথ বাংলাদেশ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল সেইসব নিবেদিতপ্রাণ বিশেষ শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ, যারা প্রতিদিন নিষ্ঠা, মমতা ও ভালোবাসা দিয়ে বিশেষ শিশুদের জীবনে আশার আলো ছড়িয়ে দিচ্ছেন।

এ বছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল: “Recasting Teaching as a Collaborative Profession” (“সহযোগিতার মাধ্যমে শিক্ষাকে পুনর্গঠন”)।

এই প্রতিপাদ্যের আলোকে অনুষ্ঠানে আলোচনা হয় শিক্ষকতা পেশায় দলগত কাজ, পরামর্শদান এবং পেশাগত সহযোগিতা বিষয়ে। বক্তারা তুলে ধরেন, শিক্ষকতা কেবল একক প্রচেষ্টার বিষয় নয়, বরং এটি একটি সমন্বিত প্রয়াস, যার মাধ্যমে শিক্ষাব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক হয়ে ওঠে।

অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, আমরা  বিশ্বাস করি  বিশেষ শিক্ষকরা শুধু শিক্ষা দেন না, তারা জীবনে আলো ছড়ান। তাদের ভালোবাসা, সহানুভূতি এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অসংখ্য শিশু নতুন করে আত্মবিশ্বাস ও আশার আলো খুঁজে পায়।

দেশবার্তা/আরএইচ

https://thedailydeshbarta.com/news/5080#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *