ফেইথ বাংলাদেশ ও ব্রেইন ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরে বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ

Time’s Of Dinajpur

 Dec 20, 2025

ফেইথ বাংলাদেশ ও ব্রেইন ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরে বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর জেলা সদরের ৬নং আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা, ওষুধ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফেইথ বাংলাদেশ ও ব্রেইন ফাউন্ডেশন, দিনাজপুর-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম)। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ব্রেইন ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা’র সভাপতি মিজ নীলুফার আহমেদ করিমসহ বিভিন্ন সামাজিক ও চিকিৎসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দিনাজপুর ব্রেইন ফাউন্ডেশনের সভাপতি ডা. মোঃ সারোয়ার মুর্শেদ আলম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম জুয়েল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. রইছ উদ্দিন আহমেদ। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বিজয় দিবসের চেতনায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মসূচিতে দিনাজপুর মেডিকেল কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগ, শিশু ও নারী স্বাস্থ্য, নাক-কান-গলা, চর্ম, মেডিসিন, সার্জারি, ক্যান্সার ও চক্ষু সমস্যার চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য থেরাপি ও পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় ওষুধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে প্রায় দেড় হাজার সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা, ওষুধ ও শীতবস্ত্রের সুবিধা গ্রহণ করেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন এম. খান ফাউন্ডেশন, বিভিন্ন ইনার হুইল ক্লাব, ওষুধ কোম্পানি, শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান এবং স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

https://www.timesofdinajpur.com/saradesh/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%87%E0%A6%A5-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *