বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশে প্রথম ডেন্টাল ইউনিট চালু

এখন ডেস্ক,

ঢাকা

Published: 24 Nov 2025, 09:02 PM

প্রথম ডেন্টাল ইউনিট চালু | ছবি: এখন টিভি
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষভাবে তৈরি দেশের প্রথম বিশেষায়িত ডেন্টাল ইউনিট যাত্রা শুরু করেছে রাজধানী ঢাকায়। যেটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক।

আজ (সোমবার, ২৪ নভেম্বর) ফেইথ বাংলাদেশের লালমাটিয়া ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এ ইউনিটটি উদ্বোধন করা হয়। যেখানে অংশ নেন অতিথি, বিশেষ শিশুদের জন্য এ প্রতিষ্ঠান-পরিচালিত স্কুলের শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং ফেইথ বাংলাদেশ পরিবারের সদস্যরা।

নতুন ডেন্টাল ইউনিটটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নিরাপদ, শিশু-সংবেদনশীল ও বিশেষায়িত দন্তচিকিৎসা প্রদান করছে। এটিকে নিয়মিত ও উন্নত দন্তচিকিৎসা প্রদানের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এখানে প্রয়োজনে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করে চিকিৎসা প্রদান করা হয়, যা প্রচলিত ডেন্টাল ক্লিনিকগুলোতে সাধারণত থাকে না।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জনতা ব্যাংকের পরিচালক ড. মো. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নীলুফার আহমেদ করিম ও বোর্ড সদস্য ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, ফেইথ বাংলাদেশ ইন্সটিটিউটের উপদেষ্টা ও সাবেক সচিব শাহজাহান আলী মোল্লা এবং ডেন্টাল সার্জন ডা. রেজাউল আহসান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মো. শাহাদাত হোসেন বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা প্রায়শই সমাজ এবং এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও দুর্ব্যবহার এবং নিষ্ঠুরতার সম্মুখীন হয়। আমাদের সকলের উচিত এ শিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা এবং তাদেরকে জাতীয় সম্পদে পরিণত করার প্রচেষ্টা চালানো।’

মো. জহিরুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’

ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নীলুফার আহমেদ করিম বলেন, ‘সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা প্রদানে তাদের প্রতিষ্ঠানের যে প্রতিশ্রুতি, তারই প্রতিফল এ ডেন্টাল ইউনিট।’

https://ekhon.tv/article/692470b529bd43419cbc1f69

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *