আপডেট টাইম : রবিবার, অক্টোবর ৫, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা, ০৫ অক্টোবর ২০২৫:
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে নিবেদিতপ্রাণ বিশেষ শিক্ষকদের সম্মান জানাতে ব্রাইটার লাইফ স্কুল, যা ফেইথ বাংলাদেশ-এর একটি উদ্যোগ, আয়োজন করেছে এক বিশেষ অনুষ্ঠান। এ আয়োজনটি যৌথভাবে সম্পন্ন হচ্ছে ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা এবং ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা-এর সহযোগিতায়।

এ বছরের বিশ্ব শিক্ষক দিবস ২০২৫-এর মূল প্রতিপাদ্য —
“Recasting Teaching as a Collaborative Profession”
(“সহযোগিতার মাধ্যমে শিক্ষাকে পুনর্গঠন”)।
সহযোগিতামূলক পেশা হিসেবে শিক্ষাকে পুনর্গঠন
এই প্রতিপাদ্যের আলোকে আয়োজিত অনুষ্ঠানে আলোচিত হয়ছে শিক্ষকতা পেশায় দলগত কাজ, পরামর্শদান এবং পেশাগত সহযোগিতার গুরুত্ব— যা শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে এবং সকল শিক্ষার্থীর জন্য একটি উজ্জ্বল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নিশ্চিত করে।
ব্রাইটার লাইফ স্কুল, ফেইথ বাংলাদেশ, ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা এবং ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা বিশ্বাস করে যে বিশেষ শিক্ষকরা শুধু শিক্ষা দেন না, তারা জীবনে আলো ছড়ান। তাদের ভালোবাসা, সহানুভূতি এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অসংখ্য শিশু নতুন করে আত্মবিশ্বাস ও আশার আলো খুঁজে পায়।
এই অনুষ্ঠানটি আয়োজনের মূল উদ্দেশ্য হলো সেই নিবেদিতপ্রাণ বিশেষ শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা, যারা প্রতিদিন নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে বিশেষ শিশুদের জীবনে পরিবর্তন আনছেন।
আয়োজক প্রতিষ্ঠানসমূহ:
ব্রাইটার লাইফ স্কুল (ফেইথ বাংলাদেশ)
ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা
ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা
উদ্দেশ্য:
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ শিক্ষকদের সম্মাননা প্রদান ও সহযোগিতামূলক শিক্ষার মূল্যবোধ প্রচার।
মূল বার্তা:
একসাথে কাজ করলে— শিক্ষা হয় আরও শক্তিশালী, সমাজ হয় আরও মানবিক।


