বিশেষ শিশুদের পাশে বসুন্ধরা চক্ষু হাসপাতাল

 নিজস্ব প্রতিবেদক

 আপডেট: ১৫:১১, রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

প্রতিটি শিশুর চোখেই লুকিয়ে থাকে ভবিষ্যতের স্বপ্ন। সেই স্বপ্ন যেন দৃষ্টির সীমাবদ্ধতায় হারিয়ে না যায়, সে লক্ষ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন ৬০ শিশুর চোখের চিকিৎসা সেবা প্রদান করেছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

আজ রবিবার (৩ আগস্ট) রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত ব্রাইটার লাইফ স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় দিনব্যাপী এক বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প। ফেইথ বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে স্কুলটির বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করেন হাসপাতালের চিকিৎসকরা।

পাঁচ সদস্যের চিকিৎসক দলটির নেতৃত্বে ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাবিলা কবির। তাঁর সঙ্গে ছিলেন রুবেল রানা, নিশিতা দাশ, নাহিদা আরবী মিতু এবং আবু তৈয়ব।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই স্কুল চত্বরে ছিল ব্যতিক্রমধর্মী এক দৃশ্য। শিশুরা অভিভাবকদের হাত ধরে সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। শিক্ষক ও কর্মীরা নিবন্ধন ও শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছেন। ডাক পড়ার পর একে একে শিশুরা প্রবেশ করছে চিকিৎসা কক্ষে, যেখানে প্রতিটি শিশুর চোখ পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. নাবিলা কবির বলেন, ‘অনেক চক্ষু ক্যাম্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার, তবে এই প্রথমবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করলাম। এটি একেবারে আলাদা ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। এ শিশুদের জন্য একটি দীর্ঘমেয়াদি চক্ষু স্বাস্থ্য পরিকল্পনায় যুক্ত থাকতে চাই আমরা।’

ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চোখের চিকিৎসায় দেশে এখনো বিশেষায়িত ব্যবস্থার ঘাটতি রয়েছে। বসুন্ধরা চক্ষু হাসপাতাল এই ক্যাম্পের মাধ্যমে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

বিডি প্রতিদিন/জামশেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *