পুরান বাজারে ১০০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা,হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম :  শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫, ১৭৫ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

চাঁদপুর এর পুরান বাজার এলাকায় মধুসূধন উচ্চ বিদ্যালয়ের মাঠে ০১লা ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার ফেইথ বাংলাদেশ , এম, খান ফাউন্ডেশন , উইমেন্স ইম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন, ইনার হুইল ক্লাব, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, বেঙ্গল সিস্টারহুড কনসোর্টিয়াম, অরবিস ইন্টারন্যাশনাল, মাঝহারুল হক বিএনএসবি চক্ষু হসপিটাল (চাঁদপুর),

বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা, ,ব্রাইটার লাইফ স্কুল, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি এবং গ্রীন বাংলা নিউজ এর যৌথ আয়োজনে ১০০০ দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা, শীতবস্ত্র বিতরণ, হুইল চেয়ার ও ঔষধ, চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ফেইথ বাংলাদেশ এর এক্সেকিউটিভ ডাইরেক্টর ও ইনারহুইল ক্লাব আরশি ঢাকা এর সভাপতি এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর এডভাইজার নিলুফার আহমেদ করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রীন বাংলা নিউজের সম্পাদক আশিক খানের পরিচালনায় দিনব্যাপী এই স্বেচ্ছাসেবা মূলক কার্যক্রমে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মিনহাজ খান ফাউন্ডেশনের সভাপতি এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর সভাপতি খালেদা ইয়াসমিন রুবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরান মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, এনটিভির জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ নজীর মিয়াজী অপু, দৈনিক আদি বাংলা পত্রিকার সম্পাদক এমরান হোসেন রাজন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার এর সাধারণ সম্পাদক মিজ ফাহমিদা সুলতানা, বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানিয়া ইশতিয়াক খান। এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর পরিচালক বাবু গোপাল সাহা, নাট্যকার অভিজিৎ আর্চাযী।

স্বেচ্ছাসেবা হিসেবে চিকিৎসা প্রদান করেন মাঝহারুল হক বিএনএসবি চক্ষু হসপিটাল (চাঁদপুর) এর ডাক্তারবৃন্দ,
ঢাকা ও চাঁদপুরের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ এবং টিম বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *