গ্রীন বাংলা হেলথ কেয়ারের ব্যবস্থাপনায় ডাঃ মিনহাজ উদ্দিন খান স্বরনে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ।

  • গ্রীন বাংলা হেলথ কেয়ারের ব্যবস্থাপনায়
    ডাঃ মিনহাজ উদ্দিন খান স্বরনে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ>

মোঃ হোসেন গাজী।।

গ্রীন বাংলা হেলথ কেয়ারের ব্যবস্থাপনায় চাঁদপুরের প্রথম মুসলিম মিউনিসিপ্যাল ডাঃ মিনহাজ উদ্দিন খান স্মরণে ফ্রী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
২৭ জানুয়ারী বুধবার দুপুরে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বপ্নচূড়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান সেলিম।

বিডি কারেন্ট নিউজ টুয়েন্টি ফোরের সম্পাদক প্রভাষক ডাঃ শেখ মহসিনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন গ্রীনবাংলা নিউজ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আশিক খান, গ্রীন বাংলা হেলথ কেয়ারের চেয়ারম্যান খালেদা ইয়াসমিন রুবি, ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নীলুফার করিম, বাংলাদেশ নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ফয়েজ আহমেদ মন্টু, ডাঃ মিনহাজ উদ্দিন এর মেয়ে সুরাইয়া বেগম বেবী, হাজিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপিকা কুমকুম আক্তার, অপ্সরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মনিরা আক্তার, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও গ্রীন বাংলা নিউজের উপদেষ্টা গোপাল চন্দ্র সাহা, প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন বাংলা নিউজের চাঁদপুর ব্যুরু চিফ সাইদ হোসেন অপু চৌধুরী, সোনালী নিউজের সম্পাদক ও প্রকাশক শাহ আলম,জাগ্রত দেশ নিউজের সম্পাদক জাহাঙ্গীর হোসেন,
গ্রীন বাংলা নিউজের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ হোসেন গাজী, ফরিদগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন মৃধা, মতলব প্রতিনিধি ইমরান নাজির, এডমিন মূসা তফাদার, আতিফ আহমেদ।
খান’স ধাবার ব্যবস্থাপনা পরিচালক তানিয়া খান
উল্লেখ্য: অনুষ্ঠানে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এ সেবা ও ঔষধ পেয়ে রোগীরা ভীষণ আনন্দিত।
এ সময় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন – ডাঃ মোঃ ওমর ফারুক
এম.বি.বি.এস, ডি.এম.ইউ(আল্ট্রা)
মা ও শিশু, মেডিসিন, বাত জ্বর বিশেষজ্ঞ। ব্যবস্থাপনা পরিচালক
ম্যাক্স ভি.আই.পি হাসপাতাল।
ম্যাক্স ওয়ান করপোরেশন
ডাঃ নিশাদ সায়মা
এম.বি.বি.এস( ঢাকা) বি.সি.এস (স্বাস্থ্য) এম এর সি ও জি (লন্ডন), মেডিসিন,গাইনী, স্ত্রী, নিঃসন্তান বিশেষজ্ঞ।
ডাঃ জাহিদুল ইসলাম সোহাগ
এম.বি.বি.এস( ঢাকা)
পিজিটি (মেডিসিন)
ডিএমইউ (আল্ট্রা)
মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ বিশেষজ্ঞ,ডাঃ আব্দুলাহ আল মামুন
এম.বি.বি.এস(ঢাকা),পিজিটি (মেডিসিন)
মেডিসিন, সাজারী,শিশু রোগ বিশেষজ্ঞ।
ডাঃ পনয় কুমার দেবনাথ
এম.বি.বি.এস(ঢাকা) বি.সি.এস (স্বাস্থ্য), পিজিটি(এনেস্থিসিয়া) ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।
ডাঃ আজমিয়ে আজম তানভীর
এম.বি.বি.এস, পিজিটি (সার্জারী)- ঢাকা
ম্যাক্স ভি.আই.পি হাসপাতাল।
ডাঃ এ.আর.খান, ডি.ইউ.এম.এস , ডি.এইচ.এম.এস (ঢাকা) বিশেষজ্ঞ।

http://haimchartime.com/?p=3906&fbclid=IwAR1QxqO9j_27V8Sa49BRW9vajd60a9LC-H8iT5NNmMvciZYh6r6C3iGPQrg#.YBLzr84N3ug.facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Skip to content